বড়ো শীতকাতুরে দিল
প্রেমে পড়ছে অনাবিল।
রাখা আলগোছে সোয়েটার
আধো উষ্ণতা সয় তার।
রোদ বুনছে শীতলপাটি,
আমি সন্তর্পনেই হাঁটি।
নোঙর ভেড়াবে কম্পাস,
তুই সেখানেও কম পাস।
মন সস্তা, দামি লেপে
একা শরীর সরীসৃপে,
রাত নিশাচর পরিযায়ী
ভর-কুয়াশায় শুতে যাই।
তবু, বেপরোয়া খড়কুটো
কেনে ভালোথাকা একমুঠো
আর শিশির ভেজা পায়ে
চেনা শহর খুঁজে পায়।